মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর শহরে থানাপাড়ায় ফারুক আহমেদ হত্যার ঘটনায় আরো এক আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃত আসামি তাতিপাড়া কাছেদ আলী ছেলে । আটক দাউদ আলী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাসুল সামদানি বলেন মামলার দ্বিতীয় আসামি কাসেদ আলী ছেলে দাউদ আলী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার বিকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজার আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দাউদকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য দাউদ আলী বেশ কিছুদিন পূর্বে ঐ এলাকার এক শিশুকে ধর্ষণ করার পর এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে, ওই ঘটনায় পুলিশ তাকে আটক করার পর সে কারাগারে ছিল। কারাগার থেকে বের হওয়ার পর এবার তাকে খুনের মামলায় আটক করা হয়েছে।।