মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর থানা শ্যামপুর বিট ইউনিট পুলিশের নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধকল্পে সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় গোপালপুর বাজার প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
সদর থানা ওসি শাহ দারা খান এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শ্যামপুর বিট ইউনিট পুলিশের ইনচার্জ শরিফ হাবিবুর রহমান প্রমুখ।
এসময় সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মক্তব বিশ্বাস, গোপালপুর ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা জাহাতাব আলী, শ্যামপুর ইউনিট সেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আলাল উদ্দিন, রবিউল ইসলামসহ শ্যামপুর বিট ইউনিট এলাকার অভিভাবক শিক্ষার্থী ও মায়েরা উপস্থিত ছিলেন।