মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা আমদাহ গ্রামের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া দুঃস্থ পরিবারের মানুষের মাঝে মাস্ক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদের উদ্যোগে চেয়ারম্যান বাড়িতে মাস্ক ও নগত অর্থ বিতরণ করা হয়।
এসময় তানভীর এর পিতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী টোকন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দেড় শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে মাস্ক ও নগত অর্থ বিতরণ করা হয়।