মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনীর কাজীপুর গ্রামের ইসমত কবির ডাবলু হত্যা মামলার ৫ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার এদেরকে মেহেরপুর কারাগার থেকে গাংনী থানায় নিয়ে আসা হয়। এরা হচ্ছেন-সাহেব নগর গ্রামের হাবিবুর রহমান, সেলিম,আমজাদ ও মঞ্জুরুল ইসলাম এবং কাজিপুর গ্রামের তারিক। বৃহস্পতিবার রিমান্ড শেষে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
গাংনী থানার ওসি(তদন্ত) ও মামলা তদন্তকারি কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, গত ১৭ই মে ২০২০ইং তারিখে গাংনী উপজেলার সাহেব নগর গ্রামের একটি লিচু বাগান দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ডাবলু খুন হয়। এঘটনায় ডাবলুর মা ইসলামা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬। মামলার অন্যানন্য আসামীদের ইতোপুর্বে রিমান্ড নেয়া হয়েছিল। সম্প্রতি এই পাঁচ আসামী আদালতে আত্মসমর্পন করেন।
মামলার গুরুত্ব অনুধাবন করে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যেতে পারে সন্দেহে আসামীদের সাত দিনের রিমান্ড আাবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামীদের তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।