মেহেরপুর প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হাজী সাইফুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে সদরের কালী গাংনী গ্রামে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের সভাপতি বানী আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর আওয়ামী যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমানুর হাসান সোহেল, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রায়হান উদ্দিন মন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাক্কার আলী, মহাসিন আলী প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা বানিয়াজ হোসেন , স্বাধীন, বিপ্লব হোসেন, সাদ্দাম হোসেন, সুমন আলী, বাবুল হোসেন, সোহেল আহমেদ, আজগর আলী, নজরুল ইসলাম যুবলীগের নেতার্কমীরা।