২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর কারাগারে গলায় ফাঁস দিয়ে মহিলা কয়েদির আত্মহত্যা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৫, ২০২০
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (৩২) নামের এক মহিলা হাজতি জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতের দিকে কারাগারের মহিলা ওয়ার্ডের বাথরুমের গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

পরে ভোরের দিকে কারা কতৃপক্ষ নাজমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিজের মেয়েকে হত্যার দায়ে গত জুলাই মাস থেকে নাজমা খাতুন কারাগারের মহিলা ওয়ার্ডে আটক ছিল। নাজমা খাতুন সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে মেহেরপুর কারাগারের জেল সুপার মকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা ওয়ার্ডে এক মহিলা হাজতি বাথরুমে ঢুকে নাজমা খাতুনকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে আমাদের খরব দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram