মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের মিয়ারুল ইসলামের মুদি দোকানে কারেন্টে শর্ট সার্কিটে আগুন লেগে দোকানের মালপত্র পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে । দোকানসদারের দাবি, আগুনে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হযেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে আমি বাহিরে বের হয়ে দেখি দোকানে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছিল। এমন খবর জানিয়ে স্থানীয় একজনের মুঠোফোনে ৩৩৩ খবর দিই।
সেখান থেকে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওযা হয়। আগুনে পড়ে আমার দোকানের একটি ফ্রিজ, ফ্যানসহ সকল মালামাল সহ অন্তত আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদার দাবি করেছেন। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণের আনে এলাকাবাসী। বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।