মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ টি-২০ টুর্নামেন্টের আয়োজন করেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। শনিবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর লায়ন’স একাদশের দেওয়া ১৫০ রানের টার্গেটে ব্যাট করে মেহেরপুর টাইগার’স একাদশ জয়ী হন।
বিজয়ীর দলের পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন সর্বোচ্চ ৪০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে।
খেলার শেষে সাবেক খেলোয়াড়দের হাতের সম্মানী স্মারক তুলে দেওয়া হয়। মেহেরপুর টাইগার’স একাদশে ছিলেন মেয়র মাহফুজুর রহমান রিটন, শামীম বশির, আব্দুস সামাদ, মাসুদ করিম ধলস, সোহেল আহমেদ, শেখ কামাল, নাজমুস সাদাত, ফয়সাল ফয়েজী, নজরুল ইসলাম, টিটু, হি, ওয়াহেদ, রাজিব, গাজ্জালী, নাহিদ, সরফদ্দিন, রিমন, রানা, বাবু, জুয়েল, আসলাম। এবং মেহেরপুর লায়ন’স একাদশে ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইমদাদুল হক, নকিব হেলালি মুকুল, শামসুজ্জামান শামীম, আলমাস সাঈদ, জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, সোহেল, মিলন, স্বপন, তুহিন, উজ্জ্বল, রিপন, মাসুম, লিটন, টোকন, ছোট টিটু, কালাম, রেদাউন, নাহিদ, দৌলত হোসেন, জিয়ারুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।