মেহেরপুর অফিস \ কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে শহর আওয়ামীলীগ ও মেহেরপুর জেলা যুবলীগ। শনিবার রাত ১০ টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বাযক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হোটেল বাজার মোড় ঘুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওযামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এড্যা. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার। এসময় বিক্ষোভ মিছিলে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সাবেক ছাত্রনেতা,হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, ইউনুস আলী, সোহেল রানা, সাইদুর রহমান উজ্জল, শেখ সারাফত, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান সুঈট, বুড়িপোতা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস আলী, কাজল শেখ, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পলেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতার্কমীরা মিছিলে অংশ গ্রহন করেন।