মেহেরপুর প্রতিনিধি \ মুজিববর্ষ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন এমপির উন্নয়ন শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি যেভাবে মেহেরপুরে উন্নয়ন করেছে তারই ধারাবাহিকতায় উন্নয়নকে তুলে ধরে “মিজানুর রহমান হিরণ” এই নামে ফেসবুক আইডি থেকে পরিচালিত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক বই সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন। এসময় ৪৩ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিনসহ আওযামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন