মেহেরপুর অফিস ॥ মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশ সুপর এস এম মুরাদ আলির নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকালে নতুন বাসস্ট্যান্ড ব্র্যাক অফিসের পাশের সিংহাটি মাঠের দিকে খোকনের আম বাগানের পাশে ৬৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ বিক্রয় কাজে ব্যবহৃত ট্রলি আটক করেছে পুলিশ।
মেহেরপুর থানার নেতৃত্বে এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ব্র্যাক অফিসের পাশের সিংহাটি মাঠের দিকে একটি আম বাগানের পাশে ফেন্সিডিলসহ বিক্রয় কাজে ব্যবহৃত ট্রলি আটক হয়। ফেন্সিডিল বিক্রয় কাজে ব্যহহৃত ট্রলির চালক সহ পলাতক আসামী আশিক (২৩) নামে এক যুবক পালিয়ে যায়।
আশিক পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোরস্থানপাড়ার রুমি শেখ এর ছেলে সদর থানা ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর শহরের ব্রাক অফিসের পাশে একটি আম বাগানে ৬৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিক্রয় কাজে ব্যবহৃত ট্রলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। পরবর্তীতে পলাতক আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।