মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে সদর উপজেলা বুড়িপোতা গ্রামে ফেন্সিডিল সহ মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় গোয়েন্দা পুলিশ এ অভিযান চালানো হয়।
খুশিলা খাতুন উপজেলার বুড়িপোতা উত্তরপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা এলাকায় অভিযান চালিয়ে খুশিলা খাতুন (৩০) নামে এক মহিলাকে আটক করে।
এসময় খুশিলা খাতুনকে তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সহ আটক করেন । তার বিরুদ্ধে আরও ০৫ টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি। এ বিষয়ে মেহেরপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।