মেহেরপুর প্রতিনিধি। খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার মেহেরপুর জেলা সফরে এসেছেন। তিনি মেহেরপুর জেলার রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষে মেহেরপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে গার্ড অফ অনার গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন শেষে রিজার্ভ অফিস ও পুলিশ অফিস পরিদর্শন করেন।
বুধবার সকালে মেহেরপুর পুলিশ লাইনে প্যারেড গ্রাউন্ডড অফ অনার গ্রহণ করেন ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার। একই দিনে দুপুরে পুলিশ লাইনে এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি ,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি হাসেম আলীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ১২ টার সময় মেহেরপুর সার্কিট হাউজে তিনি পৌঁছালে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি ফুলের শুভেচ্ছা জানান।