মেহেরপুর প্রতিনিধি । উন্নত স্যানিটেশন নিশ্চত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি -এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উঠান বৈঠকের মাধ্যমে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর ওয়েব ফাউন্ডেশন।
মঙ্গলবার বেলা এগারটার দিকে সদর উপজেলা কোলা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসাইন। ওয়েব ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মনিটরিং অফিসার নাহিদ ফাতেমা তামান্না, ওয়েব ফাউন্ডেশনের মাঠকর্মী রাশেদুল ইসলাম,শামীমা খান সহ এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।