মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা আইসিটি কমিটি, ইনোভেশন কমিটির সভা, কর্নধর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগন।