মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর শহরের বক্ষব্যাধি ক্লিনিকের সামনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করে।
নির্মাণ কাজ চলাকালীন রবিবার বিকালের দিকে সেখানে উপস্থিত হন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। পৌরকতৃপক্ষকে অবগতি না করে পাকা ঘর নির্মাণ করায় কাজ বন্ধ করে দেন পৌর মেয়র। ঘর নির্মাণ চলাকালে প্রাক্তন সৈনিক সংস্থার কোন সদস্যকে সেখানে পাওয়া যায়নি।
এসময় সেখানে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বাপ্পিসহ পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।