মেহেরপুর প্রতিনিধি ॥ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জিএস টেইলার্স এন্ড স্টোরের মালিক আনোয়ার হোসেনকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতি। আজ বেলা ১১টার দিকে বড় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুদান প্রদান করা হয়।
বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন এসময় ক্ষতিগ্রস্থ জিএস টেইলার্স এন্ড ক্লোথ স্টোরের মালিককে ২ লক্ষ ৩৭ হাজার ২৪০ টাকার চেক প্রদান করেন। এসময় বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটন,সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, গ্রন্থগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান ,আমিরুল ইসলাম হাসা, হাফিজুর রহমান সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর ভোর রাতের দিকে মেহেরপুর শহরের বড় বাজারের জিএস টেইলার্স এন্ড ক্লোথ স্টোরের ভিতরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল। অগ্নিকান্ডে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।