মেহেরপুর প্রতিনিধি ॥ ধর্মীয় আলোচনা সভা তীর্থযাত্রা ও মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মুজিবনগর ভবরপাড়ার ক্যাথলিক চার্চে মহা খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হয়। সোমবার ভোরে মহা খ্রীষ্টযোগে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যাথলিক মন্ডলীর ধর্ম গুরু কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সি.এস.সি ।
আলোচনা সভায় সভাপত্বি করেন পালক পুরোহিত বাবুল বৈরাগী। এসময় আর্চবিশক বিজয় এন.ডি.ক্রুজ ও এম আই, সহকারি বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, জের্ভাস রোজারিও, সেবাস্টিয়ান টুডু, পল পলেন কুবি সিএসসি, বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিস, ইউপি সদস্য বাবুল মল্লিক এবং সকল বিশপগন উপস্থিত ছিলেন।
পরে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন অতিথিবৃন্দরা।