২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটির ফুলের সৌরভ

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ৩, ২০২০
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

শুষ্ক হৃদয়ে ফুটে চলুক
ফুলেদের রঙ
রিক্ত হৃদয়ে শিক্ততা
বিলিয়ে চলুক সৌরভ
প্লাবনে ধুঁলিময় পথ পড়ে
যাক কাঁদাকায়
মেঘেদের বুক ফুঁড়ে
রংধনু উঠুক হেসে
রক্তাক্ত বন্ধনে বয়ে যাক
মিলনের সুর
শিকড়ের তরে ফিরে না
হয় আসুক ঠুনকো
আঘাতে নাই বা
হলো চূর্ণ
ধবল সবল ভেসে উঠুক
চোরাবালি মাড়িয়ে
দর্শন দর্শনার্থী মিশে চলে
মুচকি হেসে
মিষ্টির গন্ধে স্বাদ লোটে
আজ বর্গীরা
চৌহর্দি পেরোয়নি যে
পাদুকা ক্ষুর্ধাত শয়নে
নিমগ্ন রাতি আজই
মেলিয়া রই নয়ন
কাঁচা সোনার তীব্র ঘ্রাণে
মগজ গলে
শিকলে বাধা হাতে
আজই পুষ্পমাল্য জড়ায়
শুন্য থালায় দেখা
মেলেনি কাক পক্ষির
সান্ধ্য রাত কেটেছে শত
মৃত্যুর প্রতিক্ষায়
বন্ধু স্বজন করেছে খোঁজ
তৃষ্ণার্ত নয়ন
গাছ তরু অচিন আঁধার
মাত্র সঙ্গি
চলন্ত চরন দু'খানা ফুলিয়া
অর্থাভাবে ফোসকা
মিষ্টি নয় লোনা জলের
দুর্ভিক্ষে কাঠ!

(ইজাবুল হক)

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram