২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় দুই চিকিৎসকের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
অক্টোবর ৫, ২০২০
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মাগুরায় দুর্নীতির অভিযোগে দুই চিকিৎসকের প্রত্যাহার, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ মানববন্ধন করে।

এসময় বক্তারা বলেন, ‘মাগুরাসহ সারাদেশে স্বাস্থ্যখাতে চরম দুনীর্তি চলছে। জনগণ তাদের প্রয়োজনীয়ও স্বাস্থ্যসেবা না পেয়ে দিশেহারা।’

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ‘মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম একজন নেশা আসক্ত ও নারী কেলেংকারীর সঙ্গে জড়িত। এছাড়া মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নন্দ দুলাল একজন দুর্নীতিবাজ।’

অভিযুক্ত দুই চিকিৎসককে দ্রুত প্রত্যাহার ও তাদের দুর্নীতি তদন্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলী, সাবেক সভাপতি কামরুজ্জামান চপল, জাসদ নেতা শফিকুল ইসলাম পিকুল, নাজিম হোসেন, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram