ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে শ্যমকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ওই ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে।