২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ঝিনাইদহে মহা বিপাকে মাটিকাটা শ্রমিকরা!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৮, ২০২১
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনায় ঝিনাইদহে মাটিকাটা শ্রমিকেরা কাজ না পেয়ে অভাব-অনটনে নিদারুণ কষ্টে দিন পার করছেন। ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় তাদের কাজের পরিধি সংকুচিত হয়ে পড়েছে। মাটিকাটা শ্রমিকরা জানান, প্রতিদিন সকালে বিভিন্ন গ্রাম থেকে মাটিকাটা শ্রমিকেরা কোদাল ঝুড়ি নিয়ে সাইকেলে চড়ে ঝিনাইদহ শহরে আসেন। তারা শহরের পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হন। অপেক্ষা করেন কাজের জন্য। কারো ভাগ্যে কাজ জুটে, আবার কারো ভাগ্যে কাজ জুটে না। হরিণাকুÐু উপজেলার চাঁদপুর গ্রামের মাটিকাটা শ্রমিক বিশারত আলি মÐল জানান, প্রতিদিন সকালে শহরে আসেন তিনি।

তার মতো আরও মাটিকাটা শ্রমিক শহরের পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হন। কাজ জুটলে ৪০০ টাকা রোজগার হয়। মাটিকাটা শ্রমিক সোহরাব হোসেন বলেন, মাসে অর্ধেক দিন কাজ জুটে না। পার মথুরাপুর গ্রামের শ্রমিক মিয়াজন বলেন, শ্রমিকদের প্রায় সবাই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে। তারা কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। তালবাড়ে গ্রামের শ্রমিক জাহিদ হোসেন বলেন, ২ লাখ টাকা ঋণ নিয়েছেন বিভিন্ন এনজিও থেকে।

কিস্তি পরিশোধের জন্য চাপ দিচ্ছে তারা। শ্রমিকরা জানান, করোনাকালে তারা সাহায্যও পাচ্ছে না। বড় বড় মাটি কাটার কাজ ভেকু মেশিন দিয়ে করানো হচ্ছে। ছোট কাজগুলো তাদের দিয়ে করানো হয়। করোনার কারণে গৃহস্থের হাতে নগদ টাকার অভাব দেখা দিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মজিবর রহমান জানান, তিনি মাটিকাটা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তাদের সাহায্যের উদ্যোগ নেবেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram