ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আলমডাঙ্গা দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন। গত ২৬ মার্চ বিকালে স-মিল ফ্যাক্টারির বয়লারের ছাইয়ের আগুনে পুড়ে মিনাজ মারাত্মক আহত হয়। মিনাজ উদ্দিন মালায়েশিয়ার একটি হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আছে।
জানাগেছে, উপজেলার কুমারি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিনাজ উদ্দিন(৪৫) প্রায় ৬ বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় যায়। সে মালায়েশিয়ার তাইফিন শহরের একটি স-মিল ফ্যাক্টরিতে কাজ করত। ২৬ মার্চ বিকালে স-মির ফ্যাক্টরির বয়লারের ছাই সরাতে যায়।
ছাই সরাতে গিয়ে ছাইয়ের কুন্ডলি মিনাজ উদ্দিনের গাঁয়ের উপর পরে। এসময় মিনাজ উদ্দিনের শরীলের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে মালায়েশিয়ার একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। বর্তমানে তার শরীরিক অবস্থা স্থিতিশীল। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে ভাতিজা সুমন সকলের নিকট দোয়া কামনা করেছেন।