আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ঊৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু প্যানেলের ৫ প্রার্থীই বিজয়ী হয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৪ অক্টোবর রোববার সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও আহসান উল্লাহ তোতার প্যানেল প্রতিদ্বন্দিতা করে। রোববার ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৬৭৫টি ভোটের মধ্যে ৪৫০ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে লিপি খাতুন ২২৫ ভোট, ফিরোজ আলী ২২৯ ভোট, বেল্টু মালিক ২২১ ভোট, আব্দুর রাজ্জাক ২২০ ভোট, ফুল মিয়া ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি।
এদিকে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।