আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া পরকীয়া প্রেমেরটানে ২সন্তানের জনকের হাতধরে ঘরছাড়লেন ১সন্তানের জননী । দীর্ঘদিন পরোকিয়ার পর ঘরবাধার স্বপ্ন নিয়ে ২৫শে অক্টোবর রবিবার রাতে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ইয়াছদ্দীনের ছেলে ২সন্তানের জনক আলম হোসেন দীর্ঘদিন ধরে হাটবোয়ালিয়া বাজার পাড়ার মুংলার মেয়ে ১সন্তানের জননী মুক্তা খাতুনের সাথে পরোকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। মাঝে মাঝে মুক্তা খাতুন আলমডাঙ্গা আসার নামে আলম হোসেনের সাথে দেখা বেড়াতে যেত।
মুক্তা খাতুনের বেশ কয়েক বছর আগে আলমডাঙ্গায় বিয়ে হয়। সেখানে তার একটি সন্তান আছে। বেশ কিছুদিন আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। গ্রাম সুত্রে জানা যায়, মুক্তার স্বামী থাকাকালি আলমের সাথে পরোকিয়া প্রেমের সম্পর্ক ছিল।
মাঝে মাঝেই তাদেরকে গোপনে দেখা ও কথা বলতে দেকা গেছে। দীর্ঘদিন প্রেম করার পর তারা ঘর বাধার স্বপ্ন নিয়ে ২৫ অক্টোবর রবিবার রাতে মুক্তা ও আলম অজানার উদ্দেশ্যে চলে গেছে। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।