গাংনী প্রতিনিধিঃ আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী মোঃ শহিদুজ্জামান শিপু। রবিবার বিকাল চারটায় শহরের ঈদগা পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নারী ভোটাররা উপস্থিত ছিলেন।
মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শাহিদুজ্জামান শিপু বলেন, আমি কোন প্রতিশ্রুতি দিতে চাইনা। আমি কাজ করে দেখাতে চাই। তাই আপনাদের দোয়া ও সমর্থন পেলে গাংনী পৌরসভা কে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন,ইমরান আহমেদ টিপু,জিয়াউল হক জিয়া,তানভির আহমেদ উজ্জ্বলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।