আলমডাঙ্গার পারকুলা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিভিন্ন অপরাধে ওই ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পারকুলা বাজারের মেসার্স ভাই ভাই ফুডকে ৭ হাজার, আসিফ ট্রেডার্সকে ১ হাজার ও হাবিবুর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।