দুজন কৃতি চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে আলমডাঙ্গা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। ১৮ মার্চ রাতে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসংবর্ধনানুষ্ঠানের আয়োজঙ্করা হয়।
ক্লিনিক মালিক সমিতির বিদায়ী সভাপতি প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফাকে ও তরুণ চিকিৎসক রাগীব শাহরিয়ারের কৃতিত্বপূর্ণ এমআরসিএস ডিগ্রী অর্জন করায় সন্মাননা স্মারক প্রদান করা হয়।
ক্লিনিক মালিক সমিতির নতুন সভাপতি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক নুরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আবু মোহাম্মদ জহুরুল ইসলাম ও ডা: নুরুন নাহার বেগমের সন্তান ডাক্তার রাগীব শাহরিয়ার, ডাক্তার খালিদ মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ক্লিনিক মালিক সমিতির সাধারন সম্পাদক শহিদুল্লাহ দুলু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, ক্লিনিক মালিক সমিতির ক্যাশিয়ার মামুন রেজা, সহসভাপতি সাজেদুর রহমান বাবলু, আনোয়ার হোসেন জালাল, ফাতেমা ক্লিনিকের পরিচালক মঞ্জুর আলী, নূর মোহাম্মদ হোসাইন টিপু, লুৎফর রহমান,সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নান্নু প্রমুখ।