২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার হাউলী ১ নং স্কীমের ক্যানাল ঘেষে ভারিবর্ষণে সড়কে ভাঙ্গন : দূর্ঘটনার আশঙ্কা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৫, ২০২০
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
dav | ছবি : 

বখতিয়ার হোসেন বকুল : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন হাউলীর ১ নং স্কীমের প্রধান ক্যানেলের পাশেই সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। একটানা ভারি বর্ষণের ফলে মাথাভাঙ্গা নদীর তীর ঘেষে বয়ে যাওয়া দামুড়হুদা-রঘুনাথপুর সড়কের নতুন হাউলীর মোড়ে ১ নং স্কীমের প্রধান ক্যানেলের পাশেই দেখা দিয়েছে ভাঙ্গন।

ফলে একদিকে যেমন সড়ক দূর্ঘটনার আশঙ্কা প্রকাশ করা হয়েছে অপরদিকে হুমকির মুখে পড়েছে ওই স্কীমের আওতায় আবাদকৃত ২শ বিঘা জমির ফসল। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরীভিত্তিতে সড়কটি মেরামতের লক্ষ্যে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভূক্তভোগী কৃষক সমাজ।


নতুন হাউলীর ১ নং স্কীমের ম্যানেজার আজিজুল হক বলেছেন, ১ নং স্কীমের আওতায় ২ শ বিঘা জমির আবাদ হয়ে থাকে। সড়কের যে অবস্থা যে কোন মুহুর্তে ভেঙ্গে নদীগর্ভে বিলিন হতে পারে। সেই সাথে ভেঙ্গে পড়তে পারে স্কীমের প্রধান ক্যানেল।

ফলে সেচকাজ বিঘ্নিত হয়ে মাঠের আবাদ বিনষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এ ছাড়া সড়কের ব্যাকের মুখে ওই ভাঙ্গন দেখা দেয়ায় যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এলাকার সচেতন মহল বলেছেন, মাঠের ফসল বঁাচাতে এখনই ওই সড়কের ভাঙ্গন ঠেকাতে হবে। অন্যথায় চরম মূল্য দিতে হতে পারে চাষিদের। জরুরীভিত্তিতে সড়কটি মেরামতের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি সুদৃষ্টিও কামনা করেছেন তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram