তুচ্ছ ঘটনায় জাহিদুল ইসলাম (৩২) নামের এক ইঞ্জিনিয়ারকে কুপিয়ে মারাক্মক জখম করেছে প্রতিপক্ষরা। আলমডাঙ্গা সংলগ্ন মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গেটপাড়ার ওই ইঞ্জিনিয়ার এথন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে,আলমডাঙ্গা উপজেলা সংলগ্ন মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইটভাটা ব্যবসায়ী মজিবর রহমানের ছেলে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের সাথে ক্যানেলের পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ জয়নাল আবেদীনের ছেলে জয়ের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মজিবর রহমান তার ছেলে জয়কে মেরে ফেলার নির্দেশ দেন।
নির্দেশ পেয়ে জয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাসকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মিরপুর থানায় হত্যা চেস্টার অভিযোগে মামলা হয়েছে। এদিকে গ্রামবাসী আসামীকে ধরতে পুলিশের নিকট জোর দাবী জানিয়েছেন।