২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৫, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ২২ টাকার টিএসপি ২৯ টাকায় এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করার দায়ে নজরুল ইসলাম নামে এক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে এই জরিমানা আদায়ের ঘটনা ঘটে।

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে বয়ড়াতলা বাজারে মেসার্স নজরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়।

সেখানে গিয়ে অভিযোগ উঠে ব্যবসায়ী নজরুল ইসলাম টিএসপি সার ২২ টাকার পরিবর্তে ২৯ টাকা এবং ডিএপি সার ১৬ টাকার পরিবর্তে ৩৬ টাকা বিক্রি করছেন। অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় বিধি মোতাবেক ব্যবসায়ী নজরুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram