জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় জেলায় ১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার ১১৬ জনের নমুনা পরীক্ষা করেন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৪ দশমকি ৬৫ ভাগ।
এছাড়াও ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। বর্তমানে সদর হাসাপালের ১০০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৬ জন।