স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে একসাথে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টায় স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের কাঞ্চনপুর দক্ষিণপাড়ায়।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়ীতে একই সাথে স্বামী পাভেল (১৯) এবং স্ত্রী মিম (১৮) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টা করে, পরে বিষয়টি বুঝতে পেরে তাদেরকে দ্রæত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থার রাত সাড়ে দশটার দিকে স্ত্রী মিম মারা যায়।
পরে স্বামী পাভেলের অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। স্বামী পাভেল কাঞ্চনপুরের জিয়ার ছেলে, এবং মৃত মিম জিয়ার বৌমা। প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।