স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় চলতি বছরও দরিদ্র, সুবধিাবঞ্চিত শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র নিকট বৃহষ্পতিবার আশা-ঝিনাইদহ জেলার পক্ষ থেকে ৩শত ১০টি কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশা-ঝিনাইদহ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার ম্ঃো হেজাজ হোসেন, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক, জেলার এএসই মোঃ রফিকুল ইসলাম, ঝিনাইদহ সদর-১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আবু সাইদ, ঝিনাইদহ সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ কাইয়ূম হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
শীর্তাতদের মাঝে কম্বল বিতরণসহ আশা’র বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গ্রহণকৃত মহতী উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশা’র এ ধরনের সামাজিক কার্যক্রমের ভ’য়সী প্রশংসা করেন। আগামীতে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরার্মশ প্রদান করেন।