এবছর চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতা মনোনিত হয়েছে আলমডাঙ্গার মেসার্স তাজ মটরস।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার যশোরে ভ্যাট দিবসে তাজ মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফাসহ খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
যশোর কাষ্টমস এক্সাইজ অফিসে ভ্যাট দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে এ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ফজলুল হকের হাত থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাজ মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা।