চুয়াডাঙ্গার জীবননগরে ওয়ান শুটার গান সদৃশ্য অস্ত্রসহ ইব্রাহিম খলিল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক জীবননগর পৌর এলাকার বাজার পাড়ার মৃত জিয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল জনি ।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি অপারেশন মোল্লা সেলিমের নেতৃত্বে এসআই আমির হোসেন, এএসআই ইমামুল,আহসান হাবিব ও শরীফ মল্লিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্ততে মঙ্গলবার দিনগত রাতে জীবননগর থানা এলাকার ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান সদৃশ্য অস্ত্রসহ ইব্রাহিম খলিল জনিকে গ্রেপ্তার করেন।