গাংনী প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর মেহেরপুরের গাংনীর তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে ভোটার ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনায় বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন তিনি। তিনি বলেন,সকলের দোয়া,ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আসন্ন ইউপি নির্বাচনে জনতার রায় নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে তেঁতুল বাড়িয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
তাছাড়া আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তাই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এসময় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।