চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরে মাটির দেওয়াল চাপা পড়ে শিলন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা দিগড়ি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিলন(৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের শিশুপুত্র।
নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের শিশুপুত্র বাড়িতে রান্না ঘরের পাশে বসে খেলা করছিল। এসময় মাটির দেওয়াল চাঁপা পড়ে সে গুরুতর আহত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।