চুয়াডাঙ্গা দামুড়হুদার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর নিজ বাড়ি হতে স্বামী স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ অক্টোবর সন্ধ্যায় তাদের জবাই করা লাশ উদ্ধার করে।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হিবাত মোল্লার ছেলে ইয়ার আলী(৫৫) ও ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন(৪৫)কে প্রতিবেশীরা গত শনিবারে তাদেরকে বাড়িতে ঘুরা ফেরা করতে দেখেন।
৪ অক্টোবর রবিবার সকাল থেকে তাদের বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে সন্ধ্যায় প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রতিবেশীরা তাদের ঘরে উকি মেরে স্বামী স্ত্রীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে চমকে উঠে।সঙ্গে সঙ্গে দামুড়হুদা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়।
পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের লাশ উদ্ধার করে। এলাকাবাসির ধারনা, শনিবারে রাতে যে কোন সময় কেবা কাহার স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে ঘরের মধ্যে লাশ রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে খুনিরা পালিয়ে যায়।