চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মিলন হোসেন নামে এক বিদ্যুত শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার মদনা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন (৩৫) একই গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শামসুল হক জানান, সকালে মদনা গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে খালেকুজ্জামানের বাড়ি কাজ করছিলেন বিদ্যুত শ্রমিক মিলন হোসেন। বিদ্যুতিক মিটার স্থানান্তর করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।