চুয়াডাঙ্গা জীবননগর বাজারে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, জীবননগর বাজারে সরকার নির্ধারিত দাম ৩০ টাকার চেয়ে ১৫ টাকা বেশি ৪৫ টাকা প্রতি কেজি আলু বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিরে উপজেলা নির্বাহী অফিসার বাজারে অভিযান চালান। এসময় বেশি দামে আলু বিক্রয়ের সত্যাতা পেয়ে ব্যবসায়ী মনির হোসেনকে ১০ হাজার ও আলিম হোসেনকে ৩শ টাকা জরিমানা করেন।একই সঙ্গে বাজারে আলুর মূল্য প্রতি কেজি ৩০ টাকা নির্ধারন করেন। সেই সাথে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য প্রদর্শনের নির্দেশ প্রদান করেন।