২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৮, ২০২২
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠুকে সভাপতি, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজাকে সাধারণ সম্পাদক ও শফিউল হক মিল্টনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গার সরকারি কলেজের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা আহব্বায়ক শাহজাহান আলী। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল ইসলাম সেলিম, যুগ্ম আহব্বায়ক এড. তসলিম উদ্দিন ফিরোজ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ফয়েজ বিন মোসলেম, যুগ্ম সম্পাদক প্রভাষক সাদিকুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল আজম, আলমডাঙ্গা বণিক সমিতি সাধারণ সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, প্রভাষক তাপস রশিদ, প্রভাষক রাশেদুল মোমিন রফিকুল, প্রভাষক ফারুখ হোসেন, ক্রীড়া শিক্ষক সাঈদ মোঃ হিরণ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক শফিউল হক, আলমডাঙ্গার দেশসেবা সংস্থা নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাধুখাঁ, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, বাদেমাজু সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর সহকারী শিক্ষক মুনসুর আলী, আল আরাফা ইসলামী ব্যাংকের ইঞ্জিনিয়ার জাফর ইকবাল জুয়েল, গোবিন্দপুর এরশাদপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সীমা সাহা, আলমডাঙ্গা গ্যারেজ মালিক সমিতির সভাপতি তৌফিক এলাহী প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram