গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মনোনয়ন বোর্ডের একজন সদস্য।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয় পত্র তুলে দেয়া হয়েছে আসাদুজ্জামান বাবলুর হাতে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু।
আসাদুজ্জামান বাবলু তাৎক্ষনাক এক প্রতিক্রিয়ায় বলেছেন,বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতিককে বিজয়ী করার আহবান জানান তিনি। এসময় তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।