গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী পৌরসভার নির্বাচনের মেয়র পদে মনােনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি জননেতা বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেনের পিএস সাহিদুজ্জামান শিপু মতবিনিময় করেছেন।
সােমবার সন্ধ্যায় গাংনী পৌর শহরের (৮ নং ওয়ার্ড) কাথুলী মােড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।তিনি বলেন, আমি যদি আগামী পৌর নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে সর্বপ্রথম গাংনী ফুটবল খেলার মাঠকে খেলার উপযোগী করে তুলবো,যাতে ফুটবলপ্রেমীরা খেলার প্রাণ ফিরে পায়।
আর এই খেলার মাধ্যমে মাদকমুক্ত গাংনী গড়া ও তরুণদের এগিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রত্যাশা ব্যক্ত করছি।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অা’লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।