গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশকে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমীর বিদায়ী সাধারণ সম্পাদক মিলন কুমার দাশ,তার সহ-ধর্মিনী কণ্ঠশিল্পী লাবনী সাহা,শিল্পকলার প্রধান প্রশিক্ষক ওস্তাদ রতন সরকার,সাংবাদিক জুলফিকার আলী কানন, সুকেশ চন্দ্র বিশ্বাস,আজিজুল হক রানু,অশোক চন্দ্র বিশ্বাস,আঞ্জুমানারা খাতুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এসএম সেলিম রেজা,বুলবুল অাহমেদ,বিধান চন্দ্র বিশ্বাস,সাহাজুল সাজু,ফারহানা কানিজ তথাপি। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরুজ্জামান যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম কবি,কণ্ঠশিল্পী জুবায়ের সাকিব বাপ্পি,রজিবুল ইসলাম প্রমুখ।