২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৮, ২০২১
38
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নকল সিগারেট রাখার দায়ে আসিফ হোসেন নামের এক ব্যবসায়ীকে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ঐ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়া পাড়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,গাংনীর নওয়াপাড়া বাজারের বিশ্বাস ট্রেডার্সের স্বতাধিকারী আসিফ হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে নকল ও রাজস্ব প্রদানের সিলছাড়াই বিভিন্ন প্রকার সিগারেট মওজুদ ও বিক্রি করে আসছিল।


গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নকল সিগারেট ধ্বংস করা হয় এবং ওই ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।টাকা পরিশোধ সাপেক্ষে আসিফকে মুক্তি দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টিম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram