গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ১৪ আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,তেরাইল গ্রামের খোকন,বামুন্দীর সেন্টু,মহিলা কলেজপাড়ার পলাশ,চৌগাছার রবিউল,শালহদের ধুনা ও তাইজাল হক,মহিষাখোলার মুরাদ আলী,কাথুলীর সবুজ রেজা,রাধাগোবিন্দপুর ধলার রানী খাতুন,পীরতলার নাজিম,নওদাপাড়ার ফারুক,সাহেবনগরের নজির,কাজিপুরের আব্দুল্লাহ ও বামুন্দীর উববান আলী।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় গাংনী থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়ে