গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ২২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার সহড়াতলা রিফুজি পাড়া মাঠ এলাকা থেকে ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সহড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট পাচারের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।