মেহেরপুর প্রতিনিধি।মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা দেলপাড়া বাজার ১’শ বোতল ফেন্সিডিল সহ ০২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি )। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হিন্দা দেলপাড়া বাজারে তাদের দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের দোয়াত আলীর ছেলে মন্টু মিয়া(৩৮), মহিদুল ইসলামের ছেলে মিলন আলী(২১)। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা দেলপাড়া বাজারে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।
এসময় ১’শ বোতল ফেন্সিডিল ওএকটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামী মন্টু মিয়ার বিরুদ্ধে আরও ৪ টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।