গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর চোঁখতোলা-জোড়পুকুর ও ছাতিয়ান-হাটবোয়ালিয়া সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সড়ক দুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন।
চোঁখতোলা-জোড়পুকুর ৯.৪০ মিটার সড়ক সংস্কারে ৯কোটি ৫২ লাখ ও ছাতিয়ান-হাটবোয়ালিয়া প্রায় ১২ কি:মি: সড়ক প্রায় ২৫ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। সড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,ষোলটাকা ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আহার আলী,বামুন্দী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ওবাইদুর রহমান কমল ও আওয়ামীলীগ নেতা হবিবুর রহমান হবি সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।